প্রকাশিত: ১১/০৭/২০১৮ ১০:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫২ এএম

পাথরঘাটা উপজেলায় অন্যের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. খলিলুর রহমান।এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চরদুয়ানী ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রামের একটি কলেজের অনার্সের ছাত্রীর সঙ্গে গত ১৭ জুন মঠবাড়িয়া উপজেলার মাঝরপোল গ্রামের শাহাদৎ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে যান। স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় চলে যান।

এদিকে, ৪-৫ দিন আগে ওই মেয়ে বাবার বাড়ি বেড়াতে যান। সোমবার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক ও কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খলিলুর রহমান তাকে নিয়ে উধাও হন। বুধবার মেয়েটির দাদা পাথরঘাটা থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ বলেন, খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। তার সন্ধান পেলে বিষয়টি মীমাংসা করে দেয়া হবে।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ওসি মোল্লা মো.খবীর আহমেদ বলেন, থানায় মামলা দেয়া হলে সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ছাত্রলীগের দফতর সম্পাদক খলিলুর রহমানের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মেয়েটির দাদা বলেন, খলিলুর রহমান সুমিকে উত্ত্যক্ত করার কারণে চট্টগ্রামে নিয়ে কলেজে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে বিয়ে দিয়েও রক্ষা পাওয়া গেলো না।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...