প্রকাশিত: ২৮/০৪/২০২০ ৯:৪০ পিএম , আপডেট: ২৯/০৪/২০২০ ১০:১৪ এএম

সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী বলেছেন,অনেক বুঝিয়েছি, এবার এ্যাকশন শুরু,আর কোন ছাড় নয়। যারা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করবে,যারা কোয়ারেন্টাইনে থাকবেনা তাদের জরিমানা অথবা আইনের আওতায় নিয়ে আসা হবে।
জানা যায়,লকডাউন শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এনজিও কর্মীরা আসছে নিষেধাজ্ঞা অমান্য করে। রাতের আধারে গোপনে আসা এসব এনজিও কর্মীরা হোম কোয়ারেনটেইন মানছেনা। তারা বিভিন্ন স্থান থেকে এসেই অফিসে যোগ দিচ্ছে। বাজারে যাচ্ছে,ক্যাম্পে যাচ্ছে ইচ্ছেমত। এরকম অভিযোগ প্রতিদিনই থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরকম একটি তথ্যের ভিত্তিতে উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী মঙ্গলবার কোটবাজারস্থ এনজিও সংস্থা ফেন্ডশীপ অফিসে অভিযান চালিয়ে ঢাকা ও গাইবান্ধা থেকে আসা দু কর্মকর্তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ফেন্ডশীপের অফিসটি ১৪ দিনের জন্য লকডাউন করে দেন।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা এনজিও কর্মীরা কোয়ারেনটেইন না মানার ব্যাপারে জানতে চাইলে উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী উখিয়া নিউজ ডটকমকে বলেন,আমরা শুধু থেকে অনেক বুঝিয়েছি,এলাকায় এলাকায় গিয়ে হ্যান্ডমাইক দিয়ে সচেতন করার চেষ্টা করেছি। রাতবিরেতে গ্রামাঞ্চলে ছুটে গেছি। কিন্ত অনেকেই কথা শুনছেনা। তাই এখন থেকে এ্যাকশন শুরু,আর কোন ছাড় নয়।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...