উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২২ ৯:৪৩ এএম

অনেক পক্ষ রো‌হিঙ্গা প্রত্যাবর্তন চায় না বলে জানিয়েছেন এই সংকট সমাধানে মধ্যস্থতাকারী দেশ চীনের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জি‌মিং।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক ইস্যু। সঠিক সময়ে এই সমস্যা সমাধান করতে না পারলে আঞ্চলিক সংকট তৈরি হতে পারে। চীন চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হোক।

তিনি বলেন, চীন রো‌হিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে কাজ করছে। তবে চীন এ বিষয়ে সবাইকে জানিয়ে কাজ করার পক্ষে নয়। চীন নীরবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, রোহিঙ্গারা যেন নিরাপদ এবং স্বেচ্ছায় তাদের নিজ ভূমিতে ফিরতে পারে।

লি জি‌মিং আরও বলেন, কো‌নো কো‌নো পক্ষ রো‌হিঙ্গা প্রত্যাবর্তন চায় না। এখানে অনেক পক্ষ জড়িয়ে গেছে। তারা গঠনমূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নয়।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...