প্রকাশিত: ২৬/০৫/২০২২ ৮:৪৯ এএম


চট্টগ্রাম বিভাগে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির । তিনি জানান, বুধবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে পাওয়া নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের কিছু কিছু স্থানে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা লাইসেন্সের জন্য আবেদন করেছেন স্বাস্থ্য অধিদফতরে। কিন্তু লাইসেন্স পাওয়ার আগেই অথবা লাইসেন্সের আবেদন না করেই অননুমোদিতভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছেন। যা সম্পূর্ণ অবৈধ। জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এরূপ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হলো।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...