ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৫/২০২৩ ১০:০০ পিএম

বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণ পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী জুলাই মাসে ইইউর একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। তবে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষণ না পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার (৯ মে) ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত এই কথা বলেন। সংবাদ সম্মেলনে সুইডেন, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও স্পেনের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

ইইউ রাষ্ট্রদূত জানান, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপিয়ান ইউনিয়ন। স্বাধীন ওই বিশেষজ্ঞ দল জুলাই মাসে বাংলাদেশে আসবে এবং পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ’র হাই রিপ্রেজেন্টিটিভ (পররাষ্ট্রমন্ত্রী) জোসেফ বোরেলের কাছে জমা দেবে। নির্বাচনের সময়ে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটির সিদ্ধান্ত নেবেন জোসেফ বোরেল।

তবে নির্বাচন অংশগ্রহণমূলক না হলে পর্যবেক্ষক পাঠানো হতে না এমন কথা জানিয়ে তিনি বলেন, ‘জোসেফ বোরেল যখন বাংলাদেশকে পর্যবেক্ষক পাঠানোর অগ্রাধিকার তালিকায় রাখেন, তখন তিনি বলেছিলেন যে, পর্যবেক্ষক তখনই পাঠানো হবে যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে তিনি বলেননি যে, এক্স পার্টিকে অংশগ্রহণ করতে হবে বা ওয়াই পার্টিকে অংশগ্রহণ করতে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বিশেষজ্ঞ দল এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতিও দেখবে। সব দলের সঙ্গে আলোচনা এবং মূল্যায়ন করবে- আমরা কোনটিকে অংশগ্রহণমূলক হিসেবে বিবেচনা করব। আমরা এখনই বলতে পারছি না যে, অমুক দল অংশগ্রহণ করল বা করল না এবং সেটির ওপর পর্যকেক্ষক পাঠানো নির্ভর করছে।’

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা সব দলের সঙ্গেই আলোচনা করছি। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও এ দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। যেই নির্বাচন হবে সংঘাতহীন।

পাঠকের মতামত

আশ্রয় নেওয়া বিজিপিদের বিনিময়ে বাংলাদেশি বন্দি মুক্তি দেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্যদের ফেরানোর বদলে দেশটির জান্তা সরকারের কারাগারে থাকা ...