প্রকাশিত: ১২/০৭/২০১৭ ১১:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫২ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
৫ কোটি ৯৬ লক্ষ ৭১ হাজার ৮০০ টাকা মুল্যের ১ লক্ষ ৯৮ হাজার ৯০৬ পিস ইয়াবা বড়িসহ মিয়ানমার নাগরিক ১ জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিজিবি। ইয়াবা বড়িসহ আটক মিয়ানমার নাগরিক ইয়াবা পাচারকারী হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানাধীন সুদারপাড়া গ্রামের মোঃ সুলতানের পুত্র মোঃ রফিক (৩৫)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম ১২ জুলাই জানান ‘বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ ইউপিস্থ আলুগোল্লা স্লূইচ গেইট বরাবর এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির হাবিলদার মোঃ লুৎফর রহমান বিজিবিএম পিবিজিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১১ জুলাই রাতে বর্ণিত স্থানে গমন করতঃ নাফ নদীর পার্শ্ববর্তী কেওড়া বাগানে তল্লাশী অভিযান পরিচালনা করে। গভীর রাতে টহল দল একজন লোককে বস্তা মাথায় নাফ নদীর কিনারা দিয়ে বেড়িবাঁধে উঠতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারী তার মাথায় থাকা বস্তা ফেলে দ্রুত দৌঁড়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল অক্লান্ত পরিশ্রম করে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তিদের উপস্থিতিতে ধৃত আসামী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ৫ কোটি ৯৬ লক্ষ ৭১ হাজার ৮০০ টাকা মূল্যমানের ১ লক্ষ ৯৮ হাজার ৯০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখা এবং অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

পাঠকের মতামত

দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে

মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশুদের সৃজনশীলতা বাড়াবে ‘এনগেজ টুলকিট’: ব্র্যাক আইইডি

প্রচলিত শিক্ষায় শিক্ষকেরা একাডেমিক কারিকুলামকে প্রাধান্য দিয়ে ও নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। ...

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি

ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেংকারির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) কক্সবাজার ...

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব ...