উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২২ ৫:২০ পিএম , আপডেট: ২৭/০৮/২০২২ ৫:২২ পিএম

রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এর মধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি তিন জন বাংলাদেশি।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৫-এর কক্সবাজার সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।


খায়রুল ইসলাম সরকার বলেন, ‌‘রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন সাধারণ মানুষকে বন্ধক রেখে ও কিস্তিতে ইয়াবা দিতো। সময়মতো টাকা না দিলে বন্ধক রাখা ব্যক্তিকে নির্যাতন ও হত্যা করা হতো। উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইয়াবা পাচার ও বিভিন্ন অপরাধে জড়িত নবী হোসেন গ্রুপ। নবী হোসেনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল বিজিবি। তবে তাকে ধরতে র‌্যাবের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছিল।’

তিনি বলেন, ‘এরই মধ্যে নবী হোসেন গ্রুপের হাতে নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সর্বশেষ মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে শুক্রবার উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে নবী হোসেন গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি রাইফেল, বিদেশি পিস্তল, এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মূলহোতা নবী হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...