প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৪:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ২০ অভিভাবক মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থী সন্তানরা।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাতাকাটা গ্রামের প্রকৌশলী আবদুল মালেক প্রতিষ্ঠিত হোসেন আলী মাধ্যমিক বিদ্যালয় ও দেলোয়ারা মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে ২০ জন অভিভাবক মাকে এ সম্মান জানানো হয়।

এ সময় ২০জন শিক্ষার্থী সন্তান নিজ হাতে তাদের প্রিয় মায়ের পা ধুয়ে মুছে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে এক আবেগঘন আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। পরে ২০ জন মাকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল মালেক, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী, সাংবাদিক মেহেদী হাসান, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাছুম, ইউপি সদস্য আব্দুর রব, ইউপি সদস্য ইসমাইল হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...