৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের
সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের মধ্যে পূরণ না হলে দলটি কঠোর কর্মসূচিতে যাবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে দাবিনামা জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল। বৈঠকের সময় প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমাদের সব দাবি বিস্তারিতভাবে জানানো হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমরা ১১ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। যদি এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হয়, তাহলে ঢাকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নেবে।
তিনি ইঙ্গিত দেন, সরকারের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করেই জামায়াতের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।
পাঠকের মতামত