প্রকাশিত: ১২/০৬/২০২২ ৮:০৭ এএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে একটি ডাম্পারের (গাড়ি) ধাক্কায় স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজা আক্তার (৬) হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার নুরুল আলমের মেয়ে। সে হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্কুলছাত্রীর বাবা নুরুল আলম জানান, তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেকনাফের দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি হাফিজাকে ধাক্কা দেয়।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, ডাম্পারের ধাক্কায় হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ডিসি’র মতবিনিময়

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সাথে উখিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ...

কক্সবাজারে দুই শিশুসহ মা কারাগারে, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নলকূপের পানি চলাচল নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই শিশুসহ এক নারীকে ...