প্রকাশিত: ২৩/০৫/২০২২ ৩:১৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন আগামী ২৬ মে। ওইদিন বিকেল সাড়ে ৪ টা নাগাদ কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে তাঁর। মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুসারে, ২৬ মে রাত ৮ টার দিকে মন্ত্রী ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সম্পর্কিত নির্বাহী কমিটির ১৭তম সভায় অংশগ্রহন করবেন। পরদিন সকাল সাড়ে ১০ টায় বিজিবি, কক্সবাজার রিজিয়নের বাৎসরিক মাদকদ্রব্য (মালিকবিহীন) ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওইদিন বিকেল ৪ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

পাঠকের মতামত

উখিয়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে চুরির অপবাদে নির্যাতন

কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রায়হান (১৯) কক্সবাজার সিটি ...