প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৮:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৪ পিএম

সৌদি আরব সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

সফরে এসে সৌদি রীতি অনুযায়ী স্কার্ফ দিয়ে মাথা ঢাকেননি তিনি। তবুও তার পোশাকের প্রশংসা করেছে সৌদি আরবের গণমাধ্যম।

রোববার আরব নিউজের এক প্রতিবেদনে মেলানিয়া ট্রাম্পের পোশাককে ‘অভিজাত ও রক্ষণশীল’ বলে উল্লেখ করা হয়। ফ্যাশন দুনিয়ায় মেলানিয়ার বেশ দৃঢ় অবস্থান রয়েছে।

ওই গণমাধ্যমে মেলানিয়ার একটি ছবি দেয়া হয়। ছবিটিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান থেকে কালো রঙের একটি জামা পরে রিয়াদের মাটিতে নামছেন মেলানিয়া।

এক হাজার ৪৯৫ মার্কিন ডলার (এক লাখ ২০ হাজার টাকা) মূল্যের ওই জামাটির কোমরের কাছে সোনালি রঙের একটি বড় বেল্ট লাগানো ছিল।

মেলানিয়ার ওই জামাটি অনেকটা আরবের পোশাক ‘আবায়া’র মতো দেখতে। দেশটির নারীরা এ ধরনের ঢিলাঢালা পোশাক পরে থাকেন।

শনিবার সন্ধ্যায় মেলানিয়া পরেন বেগুনি রঙের একটি লম্বা গাউন। রোববার পরেন হাঁটু পর্যন্ত লম্বা একটি কোট। তবে একদিনও মাথায় স্কার্ফ পরেননি তিনি।

এ বিষয়ে সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে কথা বলেন মেলানিয়ার মুখপাত্র স্টিফেনি গ্রিশাম।

তিনি বলেন, পোশাকটির মাধ্যমে মেলানিয়া ফ্যাশনে নিজের স্বকীয়তা বজায় রেখেছেন। আবার কোথায় কোন পোশাকটি পরা হবে, সেটিও মাথায় রেখেছেন তিনি।

স্কার্ফ না পরা সম্পর্কে স্টিফেনি বলেন, মেলানিয়ার স্কার্ফ পরাটা অত গুরুত্বপূর্ণ ছিল না।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...

রোহিঙ্গাদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিল তোলার দাবি যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ...

গাজায় দলে দলে বাড়ি ফিরছে মানুষ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ...