প্রকাশিত: ১০/০৩/২০১৯ ৮:০৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

মিয়ানমারের মিলিটারি ও সরকারের নিয়মতান্ত্রিক বৈষম্য ও নির্যাতনের কারণে জন্মভূমিতে টিকতে না পেরে রোহিঙ্গারা সবচেয়ে বেশি সংখ্যায় আশ্রয় নিয়েছে বাংলাদেশ। এ সংখ্যা ১১ লাখের বেশি। এরপরই বেশি সংখ্যায় রোহিঙ্গা পাড়ি দিয়েছে সৌদি আরবে।

তবে সৌদি আরবে কত সংখ্যক রোহিঙ্গা আছে তার সঠিক হিসাব সরকারের কাছে নেই। ধারণা করা হয়, পাকিস্তান আমলে জাহাজভর্তি করে প্রায় দুই লাখ রোহিঙ্গা ওই দেশে যায়। বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেও আরও কিছুসংখ্যক রোহিঙ্গা সৌদি আরব গেছে।

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি আমরা প্রায় ২০০ জন রোহিঙ্গাকে— যারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সেখানে গিয়েছিল— ফেরত এনেছি। এছাড়া আরও প্রায় ৩০০ জনের একটি তালিকা নিয়ে আমরা কাজ করছি।’ এর বাইরে সৌদির বিভিন্ন জেলে প্রায় ৫০০ রোহিঙ্গা আছে, যাদের ফেরত নেওয়ার জন্যও সৌদি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে তিনি জানান।

ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কোনও ব্যক্তি বিদেশ ভ্রমণ করলে এবং ওই ব্যক্তির বিবরণ যদি আমাদের ডাটাবেজে থাকে, তবে তাকে অস্বীকার করার কোনও উপায় থাকে না এবং এ কারণেই তাদের আমাদের ফেরত আনতে হবে।’

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এই এক হাজার রোহিঙ্গা ছাড়াও সৌদি আরবে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাস করছে যাদের কোনও স্ট্যাটাস নেই।’ তারা দীর্ঘদিন সৌদি আরবে কাজ করার অনুমতি নিয়ে বাস করছে। কিন্তু সেখানকার সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের বিষয়ে ভাবছে এবং তাদের একটি নিয়মের অধীনে আনতে চায়।’

তিনি বলেন, ‘তারা কেউ যদি অপরাধ করে বা অন্য কারণে তাদের ফেরত পাঠানোর বিষয় চলে আসে তবে তাদের ফেরত পাঠানোর মতো কোনও দেশ নেই এবং এ কারণে তাদের একটি স্ট্যাটাস দেওয়ার বিষয়ে আগ্রহী সৌদি আরব।’

এই কর্মকর্তা জানান, সৌদি আরব এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করলে রোহিঙ্গারা তাদের নাগরিক নয়, এটি জানিয়ে দেয়। সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গেও তাদের স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছে।

একজন জে্যষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদের কোনও স্ট্যাটাস দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।’

সৌদি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করার পরে সেখানকার সরকার এ বিষয়ে বাংলাদেশকে আর চাপাচাপি করেনি বলে তিনি জানান।

পাঠকের মতামত

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...