প্রকাশিত: ২২/০১/২০২২ ৩:৫৭ পিএম

মিয়ানমারে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) একজন সাবেক সংসদ সদস্যসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত।

দণ্ডিতরা হলেন-সাবেক সংসদ সদস্য ফিও জয়র থাউ এবং অন্যজন গণতন্ত্রপন্থি নেতা কিয়াউ মিন ইউ।

শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে ইয়াঙ্গুনের একটি ফ্ল্যাট থেকে দুটি পিস্তল, একটি বন্দুক এবং বেশকিছু গুলিসহ এনএলডি নেতা ও জনপ্রিয় হিপহপ সংগীতশিল্পী ফিও জয়র থাউকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন মিয়ানমার জান্তা সরকার।

মিয়ানমারের জান্তা পরিচালিত সংবাদমাধ্যমের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিবৃতির সঙ্গে ফিয়াউ জয়র থাউ এবং কিয়াউ মিন ইউ’র হাতকড়া পরিহিত ছবিও প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকারের মিডিয়া টিম।

ফিও জয়র থাউ ২০১৫ সালে সুচির দল এনএলডির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই বেসামরিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে আসে মিয়ানমার। এর আগেও সামরিক সরকারের বিরুদ্ধে গাওয়া তার হিপহপ সংগীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ২০০৮ অবৈধ সংগঠনে জড়িত থাকা এবং বিদেশি মুদ্রা রাখার দায়ে কারাদণ্ড ভোগ করেন তিনি।

এ ছাড়া সম্প্রতি অং সান সুচিকেও ছয় বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও তা নিজের কাছে রাখা, কোভিড নিয়মনীতি ভাঙা এবং সামরিক সরকারের বিরুদ্ধে উসকানির অভিযোগে এ সাজা দেওয়া হয়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে নেত্রী অং সান সুচিকে ক্ষমতা থেকে উৎখাত করে বন্দি করে মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর থেকে সেখানে চলছে জান্তাবিরোধী রক্তক্ষয়ী প্রতিবাদ-বিক্ষোভ। জান্তাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে এ পর্যন্ত এক হাজার ৪০০ জন আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...