প্রকাশিত: ০৪/১১/২০২১ ৯:২০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে শুক্রবার ৫ নভেম্বর কক্সবাজার আসছেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। পরে তিনি স্থানীয় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। একইদিন বিকেল ৩ টায় কক্সবাজারে ডিপিএইচই কর্তৃক নির্মাণাধীন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করবেন।

সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার ৬ নভেম্বর সকাল ১১ টায় বাঁকখালী নদীতে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন করবেন। বিকেল ৩ টায় তিনি স্থানীয় এক কর্মসূচীতে যোগ দেবেন।একইদিন বিকেল ৫ টা ৫৫ মিনিটে তিনি ২ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ শরীফুল আলম তানভীর প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে ডাকাতদলের সঙ্গে পুলিশ-কোস্টগার্ডের গোলাগুলি

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ...

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...