উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/১২/২০২৪ ৮:০৪ এএম

দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশের একটি তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে সশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দান, পেকুয়া (বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিমে)।

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

মাহফিলে মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী।

মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পোস্টারে উল্লেখিত সব মুফাসসিরই উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত

সিন্ডিকেটের কব্জায় কক্সবাজার সৈকত, চলছে দখলযজ্ঞের মহোৎসব

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার—যা একদিকে প্রকৃতির অমূল্য দান, অন্যদিকে কোটি দেশি-বিদেশি পর্যটকের প্রিয় গন্তব্য। ...

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...