প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১০:১৯ পিএম

বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল -৫ আসনের এমপি সানোয়ার হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, এডিসি (সার্বিক) আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি বলেন, আমাদের হাতে এ ঘটনার ফুটেজ রয়েছে। ফুটেজ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এসময় আসাদুজ্জামান কামাল বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে।

 

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ২০৪০ সালের মধ্যে উন্নত আয়ের দেশ করতে চাইলে ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নাই।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু এগিয়েই যাচ্ছে। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, বিশ্বের বিস্ময়।

পাঠকের মতামত

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ৬ কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশিরভাগই শিক্ষা ...

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে ইতিবাচক মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেক ...

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির ...