প্রকাশিত: ২০/১২/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২০ এএম

নিউজ ডেস্ক::
দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উৎপলের সঙ্গে মোবাইলে তার বাবা চিত্তরঞ্জন দাসের কথা হয়েছে বলে তিনি সমকালকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উৎপলের সঙ্গে আমি এবং তার মায়ের কথা হয়েছে। সে আমাদের জানিয়েছে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় আছে।’

রাত ১২টায় সমকালের সঙ্গে উৎপলের কথা হয়। এ সময় তিনি বলেন, ‘আমি সুস্থ আছি। এখন নারায়ণগঞ্জ থেকে নরসিংদী মা-বাবার কাছে যাচ্ছি। বিস্তারিত পরে জানাবো।’

উৎপলের সঙ্গে তার সহকর্মী রাজীব আহাম্মদ ও রাজু হামিদসহ আরও কয়েকজনের কথা হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন।

রাজীব আহাম্মদ জানান, তিনি উৎপলের ব্যক্তিগত নম্বরে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

রাজু হামিদ বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’

রাত ১টার দিকে উৎপলকে ভুলতা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় বলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘কে বা কারা মাইক্রোবাস থেকে আধুরিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে নামিয়ে দিয়ে গেছে। পরে ফিলিং স্টেশনের লোকজন ভুলতা ফাঁড়িতে ফোন করলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।’ উৎপল এখন পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে মোস্তাফিজুর বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হন পূর্বপশ্চিম ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল। গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস এবং পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূরে নাহরীন। পুলিশের তথ্যনুযায়ী, তার সর্বশেষ অবস্থান ছিল ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায়। ১০ অক্টোবর বেলা একটা ৪৭ মিনিট থেকে তার ফোন বন্ধ থাকে। উৎপল নিখোঁজ হওয়ার পর থেকেই সাংবাদিকরা উৎপলের সন্ধানের দাবিতে রাজপথে নিয়মিত কর্মসূচি পালন করেন।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...