প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ১০:১৮ পিএম

Govt-logo_banglanews2420160628210255ঢাকা: সরকারি কর্মকর্তারা জুন মাসের বেতন পাবেন ঈদের ছুটির পর জুলাই মাসে। তবে রোববার (২৬ জুন) থেকে তারা ঈদের বোনাস পেতে শুরু করেছেন।

মঙ্গবার (২৮ জুন) অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি সকল কর্মচারির বেতন ও বোনাস দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুনের মধ্যে প্রত্যেকেই বেতন ও বোনাস উত্তোলন করতে পারবেন।

অন্যদিকে, সরকারি কর্মকর্তারা ঈদের আগে শুধু বোনাস উত্তোলন করতে পারবেন। আগামী ১ জুলাই (শুক্রবার) থেকে বেতন দেওয়ার কথা থাকলেও সেদিন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় তারা জুন মাসের বেতন পাবেন না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত জেলা সমাজকল্যাণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মচারীরা ২৭ জুন (সোমবার) চেক পেয়ে গেছেন। আগামী ৩০ জুনের মধ্যে সব কর্মচারী বেতন ও বোনাস এবং কর্মকর্তারা শুধু বোনাস উত্তোলন করতে পারবেন।

পাঠকের মতামত

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত

পুরো বিশ্ব বাংলাদেশে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় ...