প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ এএম

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মার্চ সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চিব্বাডি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার একদিন পর মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধর্ষক আবু বক্কর ছিদ্দিক (২২)কে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই সদর ইউনিয়নের ছোট বারদোনা আজিজের বর বাড়ি এলাকার মোঃ ইছাকের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সদর এলাকা সোমবার রাতে আবু বক্কর ছাত্রীর বাড়িতে যায়। এই সময় ছাত্রীর বাড়িতে কেউ না থাকায় তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় ছাত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বক্কর পালিয়ে। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে ধর্ষক আবু বক্করকে মঙ্গলবার দুপুরে সদর এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ধর্ষিতার মা জানান, আমার মেয়ে আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে বেশ কিছুদিন ধরে। ছেলেটির পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল। ঘটনার দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী আমার অসুস্থ বাবাকে দেখতে গেলে রাতে মেয়েকে একা পেয়ে বক্কর আমার ঘরে ঢুকে ধর্ষিণ করে। মেয়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সেই পালিয়ে যায়।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার মোঃ জিহাদ আলী বলেন, ধর্ষণের ঘটনায় আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে আজ দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আগামীকাল বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...

৫৪তম শাহাদাত বার্ষিকীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামে শহীদ মৌলভী ফরিদ আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান ...