প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ এএম

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মার্চ সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চিব্বাডি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার একদিন পর মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধর্ষক আবু বক্কর ছিদ্দিক (২২)কে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই সদর ইউনিয়নের ছোট বারদোনা আজিজের বর বাড়ি এলাকার মোঃ ইছাকের ছেলে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সদর এলাকা সোমবার রাতে আবু বক্কর ছাত্রীর বাড়িতে যায়। এই সময় ছাত্রীর বাড়িতে কেউ না থাকায় তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় ছাত্রীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বক্কর পালিয়ে। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে ধর্ষক আবু বক্করকে মঙ্গলবার দুপুরে সদর এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ধর্ষিতার মা জানান, আমার মেয়ে আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে বেশ কিছুদিন ধরে। ছেলেটির পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল। ঘটনার দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী আমার অসুস্থ বাবাকে দেখতে গেলে রাতে মেয়েকে একা পেয়ে বক্কর আমার ঘরে ঢুকে ধর্ষিণ করে। মেয়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সেই পালিয়ে যায়।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার মোঃ জিহাদ আলী বলেন, ধর্ষণের ঘটনায় আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে আজ দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আগামীকাল বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...

কক্সবাজার–৪ আসনে এনডিএমের মনোনয়ন নিলেন সাইফুদ্দিন খালেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–০৪ (উখিয়া–টেকনাফ) আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক ...

তারেক রহমানের প্রত্যাবর্তনে মনোনয়ন বিরোধ ভুলে একসাথে কক্সবাজারের দুই বিএনপি নেতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে নিজেদের মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব ...