মানবিক ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয়

শেষ হলো বিবিসি মিডিয়া অ্যাকশনের পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫/১২/২০২৩ ৯:১০ এএম , আপডেট: ২৫/১২/২০২৩ ৯:১১ এএম

কক্সবাজারে তিন দিনব‌্যাপী কর্মশালার মধ‌্য দিয়ে শেষ হলো বিবিসি মিডিয়া অ‌্যাকশন-এর আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে পাঁচ মাসব‌্যাপী প্রশিক্ষণ কর্মসূচী। কক্সবাজার, টেকনাফ ও উখিয়ায় কর্মরত গণমাধ‌্যম কর্মীদের জন‌্য বিবিসি মিডিয়া অ‌্যাকশন ইউএনএইচসিআর এর সহযোগিতায় রোহিঙ্গাদের জন‌্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচীটি পরিচালনা করে। ২২ থেকে ২৪ ডিসেম্বর সমাপনী কর্মশালায় যোগ দিয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন পাঁচ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচী তাদের জন‌্য ছিলো দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়ার এক অনন‌্য সূযোগ, যা আগামীতে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ‌্যমে প্রতিফলিত হবে। সাংবাদিকরা বলেন পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির কারণে রোহিঙ্গাদের বিষয়ে যে বিদ্বেষমূলক সংবাদ ছড়ানো হয়েছে সেই বিষয়টি প্রশিক্ষণ কর্মসূচীতে এসে তারা উপলব্ধি করতে পেরেছেন এবং মানবিক ও জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে নানা অজানা বিষয় জানতে পেরেছেন । সংবাদ সংগ্রহ ও পরিবেশনের নানা কৌশল প্রশিক্ষণ কর্মসূচিতে
যেভাবে হাতে কলমে শেখানো হয়েছে, সেটি পেশাগত জীবনে দারুণভাবে কাজে আসবে বলে উল্লেখ করেন সাংবাদিকরা। এধরনের কর্মসূচী ভবিষ‌্যতে অব‌্যহত রাখার অনুরোধ জানান প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকরা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ‌্যাকশনের হেড অব প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাশ,মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, আশিকুর রহমান চৌধুরী ও ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞ সাজ্জাদ হোসেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক খন্দকার হাসানুল বান্না ও প্রকল্প ব্যবস্থাপক শাফায়াত আহমেদ ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আমার নামে “সাত হাজার পিস ইয়াবাসহ একজন আসামিকে ক্যাম্পে এনে পরবর্তীতে আর্থিক ...