প্রকাশিত: ০৬/০৪/২০১৮ ৭:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ এএম

টালিগঞ্জের দুই সুপারস্টার শুভশ্রী ও জিৎ। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের আবেদনময়ী শরীরী ভঙ্গিতে ভক্তদের মোহমুগ্ধ করে রেখেছেন শুভশ্রী। তার দেহ সৌষ্টব দেখে বহু যুবকেরই রাতের ঘুম হারাম হয় এখনও। সেই হার্টথ্রব নায়িকার বেডরুমে এবার দেখা গেলো নায়ক জিৎ’কে।

নায়িকা তখন জামা পরা নিয়ে ব্যস্ত। নায়ক ঘরে ঢুকেই দেখলেন, নায়িকার পিঠের বেশ কিছুটা খোলা। অনেক টেনে-হিঁচড়েও চেনটা লাগাতে পারছেন না তিনি! সুযোগ হাতছাড়া করলেন না নায়ক। নায়িকা পিঠে হাত রেখে চেনটা লাগিয়ে দিলেন।

ঘটনাটা বেশ আগের। ২০১৬ সালে রাজ চক্রবর্তীর ছবি ‘অভিমান’-এর একটি দৃশ্য এটি। সেখানেই এমন রোমান্টিক দৃশ্যে ধরা পড়েছিলেন জিৎ-শুভশ্রী।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...