দেশজুড়ে মাদকের ভয়ংকর আগ্রাসন,সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে
মধ্যবয়সী আক্তার হোসেনের হাতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ একটি ফাইল। যাত্রীবেশে চড়েছেন ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে। ট্রেনে ...

শিশু শিল্পী মাহিন (১১) চলে গেল না ফেরার দেশে। বৃহস্পতিবার সকালে নিজ গ্রাম ইলিশিয়া জমিদার বাড়ির পুকুরে নৌকা চড়তে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। চির তরে চলে গেলেন না ফেরার দেশে। মাহিন চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের জমিদার বাড়ির রাশেস চৌধুরীর মেয়ে। সে ওই এলাকার খান সাহেব মকবুল আলী একাডেমীর ৫ম শ্রেণির ছাত্রী ও চকরিয়া অন্তরা সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের শিশু শিল্পী।
পরিবারিক সূত্রে জানায়, বৃহস্পতিবার মাহিন সহ বেশ কজন বান্ধবী বাড়ির পুকুরে নৌকা চড় ছিলো। এসময় নৌকাটি ওল্টে গেলে সবাই পানিতে পড়ে যায়। তার অপর বান্ধবীরা সাতরিয়ে কুলে উঠলেও মাহিন ততক্ষণে পানিতে ঢুবে মারা যায়।
পাঠকের মতামত