সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৫:২৮ পিএম

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর আয়োজনে উখিয়া উপজেলা কনফারেন্স রুমে বুধবার (২৭ আগষ্ট) অধিকার ও সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন শিশু অধিকার সংশ্লিষ্ট কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
টেকনিক্যাল ম্যানেজার (সোস্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ) শফিকুল ইসলাম ডিএসকের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

বক্তারা শিশু সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালাটি সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের মাঝে সচেতনতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ জরুরি প্রসূতি ও নবজাতক সেবা ...

রোহিঙ্গা সংকট সমাধানে মাঠপর্যায়ে বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক নেতা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার সকালটা ছিল অন্য দিনের চেয়ে ভিন্ন। শরণার্থী শিবিরে প্রতিদিন যেমন ...