প্রকাশিত: ০৪/০৮/২০২১ ১:৫২ পিএম , আপডেট: ০৪/০৮/২০২১ ২:০৬ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে এক যুবকের বড়শিতে ১৬ কেজি ওজনের একটি কাতল ধরা পড়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা এলাকায় স্থানীয় যুবকদের বড়শিতে ওই বিশাল কাতলটি উঠে আসে। মাছটি নিজেরাই ভাগ করে নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, ধরলা নদীতে বড়শি দিয়ে স্থানীয় মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর শখের বসে মাছ ধরতে যান। একসময় মাছটি মামুনুর রশীদের বড়শিতে ধরা পড়ে। ৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি বুধবার ভোর ৪টার দিকে শুকনো স্থানে তুলতে সক্ষম হন।

শৌখিন মাছ শিকারি মামুনুর রশীদ বলেন, প্রতি বছরই বড়শি দিয়ে ধরলা নদীতে মাছ শিকারে যাই। তবে কখনই এত বড় মাছ ধরিনি। মাছটি আমরা নিজেরাই ভাগ করে নিয়েছি।

কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা কালীপদ রায় বলেন, ধরলা নদীতে এত বড় মাছ আগে ধরা পড়েছে কিনা আমার জানা নেই। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর মাছটি শুকনো স্থানে তুলতে সক্ষম হন। মাছ বিক্রি না করে নিজেরাই আত্মীয় স্বজন মিলে ভাগ করে নিয়েছেন

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...