শামলাপুর প্রতিনিধি::
টেকনাফ শামলাপুরের আলোচিত ঘটনা মোস্তাফিজ হত্যা মামলার প্রধান আসামী আবু বকরকে অবশেষে আটক করেছে পুলিশ। আবু বকর স্থানীয় টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের মৃত মৌঃ ফকির মোহাম্মদের পুত্র। গত ৬ জুন দিনভর অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে আবু বকরকে আটক করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদ আলম। উল্লেখ্য ২০১৬ সালে জমি বিরুধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে লোহা খচিত সিমেন্টের পিলারে পড়ে নিহত হয় স্থানীয় শামলাপুর গ্রামের মৃত মোঃ কালুর পুত্র মোস্তাফিজুর রহমান। এতে মোস্তাফিজুর রহমানের ছোট ভাই নুরুন্নবী বাদী হয়ে ঘটনায় সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মাকসুদ আলমের কাছে জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন ধরে আমি ঘটনার প্রধান আসামী আবু বকরকে খুঁজছি। বিভিন্ন কৌশল অবলম্বন করে আবু বকর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছিল। ৬জুন গভীর বনে দিনভর অভিযান চালিয়ে বিকাল ৫ঘটিকার সময় ভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটক করেছি। ঘটনায় সংশ্লিষ্ঠ বাকী আসামীদেরও ধরার প্রক্রিয়া চলছে।