প্রকাশিত: ২৯/০৪/২০২২ ৯:৪৫ এএম

আসন্ন ঈদ-উল-ফিতরে দীর্ঘ ছুটি থাকায় নগদ লেনদেনের সুবিধার্থে ৩০ এপ্রিল সারা দেশে সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্যে বাড়তি লেনদেন হচ্ছে, ফলে ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে সবার সুবিধার্থে শনিবার অল্প লোকবল নিয়ে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ২৯ এপ্রিল পোশাকশিল্প এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে ৩টা পর্যন্ত।

নগদ লেনদেনের সুবিধার্থে এই দুইদিন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগও সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুধুমাত্র পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক

পাঠকের মতামত

রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয়: ইউএনএইচসিআর

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘের ...

আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

যুক্তরাজ্যের ক্রস-পার্টির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে। ...