প্রকাশিত: ০৮/০৭/২০২১ ৯:৪৫ এএম

গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া এলাকায় লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বুধবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকার শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন ফাহিম। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির মালিক শহিদুল ইসলামকে দশ হাজার ও মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে বিয়ের অনুষ্ঠানের সকল খাবার টঙ্গীর এরশাদ নগর এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়

পাঠকের মতামত

মেজর সিনহা হত্যা : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ ...