
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে সরকার দুটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ত্রাণমন্ত্রী বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রোহিঙ্গা শরণার্থীদের রক্ষার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন,মানবিক কারণে রোহিঙ্গারা উখিয়া-টেকনাফে সম্পূর্ণ অস্থায়ীভাবে অবস্থানের সুযোগ পেয়েছে। মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া বিলম্ব হলে তাদের জন্য ভাসান চরে থাকার ব্যবস্থা করা হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ আলম,ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম,জেলা প্রশাসক (ডিসি) আলী হোসেন,পুলিশ সুপার (এসপি) ড. একেএম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত