প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ১:৫৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪তম জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে জোরালো ভূমিকা রাখবেন। তিনি এবার এ সম্মেলনে চ্যাম্পিয়ন অফ ইয়ুথ পুরস্কার গ্রহণ করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছবেন। ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্ব নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সম্মেলনে বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গাদের আশ্রয় বাংলাদেশ নজির সৃষ্টি করেছে যা বিশ্বে প্রশংসিত হয়েছে বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন জম্মু-কাশ্মীর নিয়ে। ভারত জম্মু-কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে। তবে বাংলাদেশ এ অঞ্চলের শান্তি চায়। মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নেওয়া হবে। তাদের খুঁজে বের করতে মিশনগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রাখাইনের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল নয়: ইউএনএইচসিআর

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয় বলে মনে করে জাতিসংঘের ...

আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ

যুক্তরাজ্যের ক্রস-পার্টির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে। ...

সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ...