
ডেস্ক রিপোর্ট ::
বাংলাদেশে জলসীমানায় ডুকে পড়লো রোহিঙ্গা বোঝাই ট্রলার দুটি। একটি ট্রলার ইতিমধ্যে টেকনাফের বাহারছাড়া ইউনিয়নের জাহাজপুরা উপকূলের কাছাকাছি এসে নোঙ্গর করেছে। আরেকটি ট্রলার সেন্টমার্টিনের কাছে সাগরে অবস্থান করছে। নোঙ্গর করা ট্রলারটির উপকূলে ভিড়তে পরলে গভীর সাগরে অবস্থান করা ট্রলার উপকূলে আসবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রোহিঙ্গা বোঝাই কোন কোন ট্রলার উপকূলে ভিড়তে পারেনি। জেলেদের মাধ্যমে ঘটনাটি জানার পরথেকে টেকনাফ উপকূলে কোস্টগার্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান করছে। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়া চেস্টা কালে থাইল্যান্ড ও মালয়েশিয়ার নৌবাহিনীর বাধার কারণে ফেরত এসেছে রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার। রোহিঙ্গা বোঝাই ৩টি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেস্টার কয়েকটি খবর নিউজনাউ এ প্রকাশ করা হয়েছিলো। খবর প্রকাশের কয়েক দিন পর ১৫ এপ্রিল ৩৯৬ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার টেকনাফে চলে আসে। একই ভাবে সাগরে অপেক্ষমান আরো দুটি ট্রলার বাংলাদেশে জল সিমানায় ডুকে পড়লো। টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভি আজিজ জানিয়েছেন, আজ (সোমবার) রাত ৮টায় জাহাজপুরা সমুদ্র সৈকতের জেলেরা জানিয়েছেন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার জাহাজপুরা উপকূলের খুব কাছাকাছি নোঙ্গর করে রাখা হয়েছে। তারা উপকূলে নোঙ্গর করার চেস্টা করছে। বিষয়টি জানাজানি হলে কোস্টগার্ড, বিজিবি, পুলিশ সহ প্রশাসনকে লোকজন জাহাজপুরা উপকূলে অবস্থান নিয়েছে। করোনার সতকর্তা কারণে স্থানীয়দের অতি উৎসাহী না হতে উপজেলা নিবাহীর অফিসার নির্দেশ দিয়েছেন। টেকনাফের বাহারছড়া পুলিশ ফাড়ির আইসি (পরিদর্শক) লিয়াকত আলী জানিয়েছেন, জেলেরা জানিয়েছেন জাহাজপুরা সমুদ্র সৈকত থেকে দূরো বঙ্গোপসাগরে একটি রোহিঙ্গা বোঝাই ট্রলার অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ সহ অন্যান্য বাহিনী উপকূলে টহল দিচ্ছে। রাতের অন্ধকার হওয়ার কারনে ট্রলারটির অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছেনা।
© NewsNow24
পাঠকের মতামত