প্রকাশিত: ২৫/০৫/২০২২ ৯:২৮ এএম


সরিষার তেলের বোতলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে আটক করেছে। এ সময় একটি মিনি পিকআপ থেকে ৩৯ হাজার পিছ ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে উখিয়া-টেকনাফ মহাসড়কের খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তি মোহাম্মদ জহির (৩০) চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এঘটনায় কৌশলে ৬০টি ছোট সরিষার তেলের বোতলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধারের পর ঘটনাস্থলে গণনা করেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা উল্লেখ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ সাইফুল আলম বলেন, ‘কুতুপালং ক্যাম্প থেকে বেশ কয়েকটি চেকপোস্ট ফাঁকি দিয়ে আসা ট্রাকের জ্বালানির ট্যাংকের ভেতরে করে ঢাকার উদ্দেশে ইয়াবাগুলো পাচার করা হচ্ছিল।’

দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে আটককৃত আসামি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা

পাঠকের মতামত

উখিয়ায় বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে চুরির অপবাদে নির্যাতন

কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির অপবাদ দিয়ে কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রায়হান (১৯) কক্সবাজার সিটি ...