
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্প থেকে নুর কামাল (২১) নামে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শেড নং ৭৪৩ রুম নং ৫ এর বাসিন্ধা
মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল (২১) বিষপান করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান,উদ্ধার রোহিঙ্গার যুবকের মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত