প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ১০:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
ইউনিসেফের আমন্ত্রণে আজ সকালে কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন মার্কিন জনপ্রিয় মডেল জিজি হাদিদ। জিজি তার ইনস্টাগ্রামে কক্সবাজার থেকে জামতলি রোহিঙ্গা ক্যাম্পে যাবার সময়কার পথের ছবি পোস্ট করলে এ তথ্য জানা যায়। তাঁর টুইটারের পোস্ট থেকে জানা যায়, আজ সকালে তিনি জামতলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ইউনিসেফ সেখানে পয়োনিষ্কাশনের উন্নত ব্যবস্থা, সুপেয় পানি আর শিক্ষা নিয়ে কাজ করছে। উখিয়া নিউজ ডটকম। এর আগে, ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান উপস্থাপনা করার সময় জিজি হাদিদ একপর্যায়ে মেলানিয়া ট্রাম্পকে অনুকরণ করে কথা বলেন। তা শুনে উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। কিন্তু এরপরই শুরু হয়ে যায় তুমুল আলোচনা-সমালোচনা।
অনেকেই মন্তব্য করেন, মানুষকে আনন্দ দেওয়ার নামে বিকৃতভাবে নকল করে জিজি আসলে মেলানিয়াকে অপমান করে ছেন।

পরবর্তীতে ক্ষমা চেয়ে নিজের টুইটারে প্রকাশ করা এক চিঠিতে জিজি জানিয়েছেন, অনুকরণ করে সবাইকে আনন্দ দিতে চাইলেও কাউকে আঘাত দেওয়ার ইচ্ছে তাঁর ছিল না। তারপরেও কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। ২১ বছর বয়সী এই সুপার মডেল আরও লিখেছেন, তাঁর আশা, মেলানিয়া ট্রাম্পেরও যেহেতু শো-বিজ সম্পর্কে ধারণা আছে, তাই তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং তাঁকে অনুকরণ করায় তিনি অপমান বোধ করবেন না।’

জিজি হাদিদের বাবা মোহাম্মেদ হাদিদ আর মা ইয়োলোন্ডা হাদিদ। বাবা আবাসন ব্যবসায়ী হলেও তার মা ছিলেন মডেল। তাঁর বাবা নাজারেথের রাজপুত্র এবং গালিলির শেখ দাহেল আল ওমরের বংশধর। জিজি হাদিদের জন্ম লস অ্যাঞ্জেলেসে।

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেসকোডে ঝুলছে ছাত্রীদের হিজাব

রাজধানীসহ দেশের অধিকাংশ সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্ধারিত ড্রেসকোড আছে। এতে বিপাকে পড়ছেন পর্দা করতে চাওয়া ...

কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক নয়, মৃত্যুর পথ: যাত্রীর আতঙ্ক বাড়ছে দিন দিন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দিনদিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত কয়েক সপ্তাহে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ...