প্রকাশিত: ১৫/০৭/২০২২ ১০:৫৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মাটির নীচে খনি থেকে আগে তেল, স্বর্ণ, কয়লা, গ্যাস ইত্যাদি পাওয়া যেত। এবার মাটির নীচে পাওয়া গেছে ২০ লক্ষ নগদ টাকা।

শুক্রবার ১৫ জুলাই ৩ টা ৫০ মিনিটের দিকে টেকনাফের
১৬ এপিবিএন নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের, ব্লক-আই-তে এক অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতান এর ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরটি সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশীকালে রোহিঙ্গা নুর বারেক (২৫) এর দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃত নুর বারেক (এমআরসি-৩২০৫৮) ব্লক-বি, শেড-১০৪৬/২.৩ এর খলিলুর রহমান পুত্র।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অবৈধ ২০ লক্ষ টাকা সহ গ্রেফতারকৃত আসামী রোহিঙ্গা নুর বারেককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে টেকনাফ মডেল থানা সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

কক্সবাজারের প্যাঁচারদ্বীপে পুড়িয়ে দেওয়া হলো বিশাল প্যারাবন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন প্যাঁচারদ্বীপ সৈকতে প্যারাবন উজাড় ও দখল করে কিংশুক ফার্মস লিমিটেডের রিসোর্ট তৈরির ...

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ভাই-বোন গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের ...

রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড ঠেকাতে ১২ সুপারিশের ভবিষ্যৎ কী?

উদিসা ইসলাম মার্চের শুরুতে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া ...