প্রকাশিত: ২০/০৩/২০২০ ১০:৪৭ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ২ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার সকাল ১১ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েষ্টে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন।অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতি পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারের দাবী।রোহিঙ্গা নেতা হামিদ হোসেন জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে পার্শবর্তী লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার এমদাদুল ইসলাম জানান,রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে রোহিঙ্গাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রোহিঙ্গারা।

পাঠকের মতামত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জহির সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লি.–এর নির্বাচন উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ...

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...