
চট্টগ্রামের সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা রোহিঙ্গা কলোনি উচ্ছেদ ও ওই কলোনিতে চলমান জুয়া ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসির মোড় এলাকায় কালিয়াইশ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তারা বলেন, দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে বিগত কয়েক বছর আগে এলাকার প্রভাবশালী মহলের সহযোগিতায় অবৈধভাবে রোহিঙ্গা বসতি গড়ে ওঠে। ওই প্রভাবশালীরা রোহিঙ্গাদের দিয়ে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি রাত-দিন জুয়ার আসর ও জমজমাট মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এ অপরাধমূলক কর্মকাণ্ড কালিয়াইশের গণ্ডি পেরিয়ে উপজেলাসহ পার্শ্ববর্তী দোহাজারী পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
তারা বলেন, শুধু তাই নয়, টেকনাফের উখিয়া রোহিঙ্গা বসতিতে খুনসহ নানা ধরনের অপরাধ করে অপরাধীরা আশ্রয় নিচ্ছে কালিয়াইশের এ বসতিতে। এসব কর্মকাণ্ডে জড়িতরা অনেক সময় খুন, চুরি ও ছিনতাইসহ বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে নির্বিঘ্নে।
এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে এ আন্দোলন পুরো সাতকানিয়ায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা।
ইলিয়াছ উদ্দীন সানির সভাপতিত্বে এবং মো. সোহেল উদ্দীন ও মাঈন উদ্দিন হাসানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এসএম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখার আমীর আবুল বশর ছিদ্দিকি, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা নাসির উদ্দিন খান, হারুনুর রশিদ বাহাদুর, সাতকানিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, এমএ হামিদ, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন নিরব, শহিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আছিফ, জিয়াদ উদ্দিন আহমেদ, মো. ইমরান, পারভেজ উদ্দিন, এনায়েত উল্লাহ জিসান, জিমরান উদ্দিন আহমেদ, মো. কায়েফ, আবদুল মোমেন ও বালি দাশ প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘এলাকার মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করা আমাদের কাজ নয়, এগুলো প্রশাসনিক থানার কাজ।’
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো.জাহেদুল ইসলাম বলেন, ‘আমি থানায় নতুন যোগদান করেছি। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করব। এতে প্রভাবশালী যত বড়ই হোক তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, ‘সম্প্রতি ওই রোহিঙ্গা কলোনিতে অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ বিষয়ে উপরে (ঊর্ধ্বতন মহল) জানানো হয়েছে। নির্দেশনা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাঠকের মতামত