প্রকাশিত: ১৮/১১/২০২১ ৮:০৫ এএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে স্থানন্তরিত হওয়া রোহিঙ্গাদের বিভিন্ন ধরনের সামগ্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের মালামাল ভাসানচরে পৌঁছে দিয়েছে নৌবাহিনীর দুই জাহাজ- ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’।

বুধবার দুপুরে জাহাজ দুটি মালামাল নিয়ে ভাসানচর পৌঁছায়।

এর মধ্যে ‘বানৌজা টুনা’ বেলা ১২টার দিকে এবং ‘বানৌজা তিমি’ দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছায়।

জাহাজ দুটিতে ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হয়।

ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হয়

ইউএনএইচসিআরের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...