নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪/০৮/২০২২ ৫:৫৮ পিএম , আপডেট: ২৪/০৮/২০২২ ৫:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে দুটি ওয়ান শুটারগান, ৮টি গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড আশ্রয়শিবিরে এইচ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (২৩)। তিনি নয়াপড়া আশ্রয়শিবিরে এইচ ব্লকের বাসিন্দা লালু মিয়ার ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ জোবায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। মঙ্গলবার রাতে ১৬ এপিবিএনের একটি টহল দল আশ্রয়শিবিরে টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আশ্রয়শিবিরের একটি ঘরে অবস্থান করছেন। পরে নয়াপাড়া এপিবিএন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে জোবায়েরকে আটক করেন। পরে জোবায়েরকে অস্ত্রসহ টেকনাফ থানায় সোপর্দ করে মামলা করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বলেন, আজ বুধবার দুপুরের পর জোবায়েরকে কক্সবাজার আদালতে পাঠানো হবে

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...