প্রকাশিত: ১৬/১১/২০১৭ ৪:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০১ এএম

উখিয়া নিউজ ডটকম::
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত রয়েছে সরকার। শুরু থেকে প্রধানমন্ত্রী এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে রয়েছে। রোহিঙ্গাদের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন টিকা ও খাদ্যসামগ্রী নিশ্চিত করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ‘নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ’ কর্মসূচি পরিদর্শনের সময় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। এ সময় শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

রোহিঙ্গা শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্যহানি থেকে রক্ষা করতে রোহিঙ্গা ক্যাম্পে ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে নিউট্রিশন অ্যাকশন সপ্তাহ। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার মধ্যে প্রায় ৫৯ ভাগই শিশু। এসব শিশুর মধ্যে ২৬ ভাগ অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে সাড়ে ৭ ভাগ মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুদের বুধবার থেকে ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে। সপ্তাব্যাপী এই কার্যক্রম চলবে।

এ পর্যন্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে কোনও রোহিঙ্গা মৃত্যুবরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত রোহিঙ্গাদের সুস্থ করে তুলতেও নানা কার্যক্রম শুরু করেছে সরকার।’

যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, ততদিন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহলকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় সরকারের পক্ষে রোহিঙ্গাদের এই ভার বেশিদিন বহন করা সম্ভব হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মুজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম উখিয়া উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...