প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৮:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২২ পিএম

নিউজ ডেস্ক ::

বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতি দ্রুত ত্রাণ পাঠাচ্ছে তুরস্কের মানবিক ত্রাণ সংস্থা (IHH)।তুর্কি ত্রাণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের আরাকান রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হাজার হাজার মুসলিম নারী-পুরুষ বার্মিজ সেনাবাহিনীর ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি ত্রাণ সংস্থা বাংলাদেশে আশ্রয় নেওয়া এক হাজার আরকান মুসলিম পরিবারের জন্য ত্রাণ পৌছিয়ে দিয়েছে।ত্রাণ সংস্থা পরিবারের জন্য খাদ্যজাত দ্রব্য পাঠিয়েছে। এরমধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি লবণ, এছাড়াও রয়েছে ভোজ্য তেল। পাশাপাশি প্রত্যেক পরিবারকে নগদ ১৫ ডলার দেয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ত্রাণ সংস্থা শরণার্থীদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোটি তালিকা তৈরী করেছে। যাতে রয়েছে, খাদ্যজাত দ্রব্য, ঔষুধ, কলা, শিশু খাবার এবং পোশাক।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রায় ৭০০ এর অধিক ঘরবাড়ি, মসজিদ, কুরআন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল-মাদ্রাসা আগুন দিয়ে জালিয়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে, ...

মিয়ানমার-থাইল্যান্ডের ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত থাকার অভিযোগে বার্মা ও থাইল্যান্ডে অবস্থিত পাঁচ ...