প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৯:১৬ এএম

মিয়ানমার থেকে পালিয়ে আসা পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার অভিযোগে আটক নির্বাচন কমিশন কর্মচারীসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার তাদের গ্রেফতার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে হাজির করা হলে ওই আদেশ দেওয়া হয়। এর আগে ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেফতার তিনজন হলো- ডবলমুরিং থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন, বিজয় দাশ ও সীমা দাশ। অন্য দু’জন হলো সাগর ও সত্যসুন্দর দে। গত সোমবার রাতে ইসির এক কর্মীসহ তিনজনকে আটক করে পুলিশে দেন জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ সমকালকে বলেন, ‘আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।’

তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ূয়া বলেন, ‘রিমান্ড মঞ্জুর হলে কীভাবে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়া হয়েছে তা জানা যাবে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

পাঠকের মতামত

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতিবাদ

কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার কতৃক আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ ...

উখিয়ায় শহীদ এটিএম জাফর আলম শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রধান অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার বীর মুক্তিযোদ্ধা শহীদ এটিএম জাফর আলম চৌধুরী ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৯ এর পুরস্কার ...