ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১০/২০২৩ ৮:০৭ পিএম

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ একটা ভুল বা অন্যায় করে ফেলেছে। বাংলাদেশকে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেন যেতে না হয়।

রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনিন ইউন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়েছে। তাদের (যুক্তরাষ্ট্র) তো রোহিঙ্গা নিয়ে একটা কনসার্ন আছে যে, রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে ফেরত যায়। এ ব্যাপারে আমাদের দ্বিমত নেই। আমরাও মনে করি যে, তারা যখন যায় যেন সম্মানের সঙ্গে যায়।

পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, তাদের কনসার্ন নেই। তবে আন্তর্জাতিকভাবে সবাই বলে যে, রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে ফেরত যায়। এ বিষয়টি তারা বলেছেন। আমরাও বলেছি একমত।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে ড্রাগের সমস্যা ও নিরাপত্তা সমস্যা হচ্ছে। এ সমস্যা যদি বিশ্ব কমিউনিটি সঠিকভাবে মূল্যায়ন না করে… এটাতো বাংলাদেশের জন্য দুঃখজনক।

পাঠকের মতামত

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত

পুরো বিশ্ব বাংলাদেশে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় ...