প্রকাশিত: ০২/০৮/২০২১ ২:০৪ পিএম , আপডেট: ০২/০৮/২০২১ ২:০৫ পিএম

রোহিঙ্গাদের স্থায়ী করতে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২ আগস্ট) দুপুরে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের নিজ দেশে ফিরে যাওয়াই সবচেয়ে ভালো। বিশ্বব্যাংকের প্রতিবেদনের অপছন্দের বিষয়গুলো বাদ দিয়ে সমঝোতার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। রোহিঙ্গারা ফেরত যাবে এই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ।

তিনি জানান, চীনের সাথে ভ্যাকসিনের যৌথ-উৎপাদনে যেতে কার্যক্রম চলছে। দুই দেশের পক্ষে ইনসেপ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিনোফার্মা এই তিন প্রতিষ্ঠান চুক্তি সই করবে। বলেন, টিকা উৎপাদনে রাশিয়ার সাথে যৌথ উৎপাদনে যেতে সময় লাগবে।

পাঠকের মতামত