প্রকাশিত: ২১/১১/২০২১ ১০:১৯ পিএম

আজ ২১ নভেম্বর মহান সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রামু সেনানিবাসস্থ ১০ পদাতিক ডিভিশনে, কক্সবাজারস্থ নৌ- ফরোয়ার্ড বেইস এবং শেখ হাসিনা বিমান ঘাঁটি কক্সবাজারের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দিবস ২০২১ উদযাপিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ,পিএসসি। অনুষ্ঠানে কক্সবাজার অঞ্চলের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন সংস্থার পদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, তিন বাহিনীর চাকুরীরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও তদীয় পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে জিওসি মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ আর্মড ফোর্সেসের তিনটি শাখা যথাক্রমে সেনা ,নৌ ও বিমান বাহিনী নিজেদেরকে সীমিত যুদ্ধ সরঞ্জাম সহ কঠিন প্রশিক্ষণ দিয়ে সজ্জিত করে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ রচনা করেছিল, যা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে।

তিনি তার স্বাগত ভাষণে আরও বলেন, “এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যা কিছু অর্জন ও সাফল্য তা সম্ভব হয়েছে কেবলমাত্র সশস্ত্র বাহিনীর উপর বর্তমান সরকারের আস্থা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, অসামরিক প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং দেশের সকল নাগরিকের গভীর ভালোবাসার মাধ্যমে”।

তিনি দৃঢ়তার সাথে অনাগত দিনগুলিতেও সশস্ত্রবাহিনী দেশ ও জনগণের পাশে থেকে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুন্ন রাখতে যেকোনো ত্যাগের জন্য সদা প্রস্তুত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী বিশেষ মোনাজাত/ দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, প্রীতিভোজ সহ নানাবিধ কার্যক্রম এর মধ্য দিয়ে কক্সবাজারের সকল সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এই দিনটিকে উদযাপন করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...