জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ৯:২৮ এএম
Oplus_131072

রামু বিদ্যুৎ সরবরাহ অফিসের বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ অন্যায়ভাবে বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলা সাধারণ শিক্ষার্থীরা। শনিবার, ৭ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা এ রামু বিদ্যুৎ সরবরাহ অফিসে গিয়ে ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমানের নেতৃত্বে এ প্রতিবাদ জানান। এসময় বিদ্যুৎ সরবরাহ ও বিল নিয়ে ভোগান্তির শিকার অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ অফিসের সামনে শিক্ষার্থীদের উপস্থিতিতে রামুর বিভিন্ন মসজিদ ও বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নানা অনিয়ম ও দূর্ভোগের বর্ণনা দেন।
ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমান জানিয়েছেন- রামু উপজেলা বিদ্যুৎ সরবরাহ অফিসের প্রকৌশলী গৌতম চৌধুরী যোগদানের পর থেকে নানা এ অফিসের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ নানা অনিয়মের ছড়াছড়ি চলছে।
শনিবার শিক্ষার্থী ও ভূক্তভোগী গ্রাহকদের প্রতিবাদের পর বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলীসহ অন্যান্য কোন সদুত্তর দিতে পারেননি। পরে প্রতিবাদ কর্মসূচির বিষয়টি জানার পর, কক্সবাজার বিদ্যুৎ সরবরাহ অফিসের কর্মকর্তারা রামু বিদ্যুৎ সরবরাহ অফিসে যান। পরে তাঁরা শিক্ষার্থী ও গ্রাহকদের কাছে অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক ভোগান্তির চিত্র পেয়ে তা লিপিবদ্ধ করেন এবং আগামী ১ মাসের মধ্যে এসব অভিযোগের সুষ্ঠু সমাধানের আশ^াস প্রদান করেন। এমনকি এসময় প্রতিবাদের মুখে রামু বিভিন্ন মসজিদ মন্দিরের বিচ্ছিন্ন হওয়া সংযোগ চালু করে দেন।
এদিকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী ও ভুক্তভোগী গ্রাহকরা এসব অনিয়মের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কঠোর অবস্থানে থাকার ঘোষনা দেন ।

পাঠকের মতামত

রামু সহিংসতার ১২ বছর আজ

মামলায় আসামী করা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের, প্রত্যাহারের দাবি রামু সহিংসতার ১২ বছর আজ। ঘটনার পর ...

ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মিয়ানমারের ১২০ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

দুই দেশের দূতাবাসের প্রচেষ্টায় বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত ...