প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

কক্সবাজারের রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের সিরাজ সওদাগরের দোকান থেকে আটককৃত ছয় মদ্যপায়ি জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডাক্তারি পরীক্ষায় মদ্যপানের প্রমান পাওয়ায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায়- বাদি হয়ে মামলা রুজু করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ছৈয়দ ছানাউল্লাহ।

গত শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃত যুবলীগ নেতা সাকের আহমদ, শামশুল আরেফিন সিকদার, সাহাব উদ্দিন, খুশি আলম, মোহাম্মদ ইউছুফ ও আবদুল কাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গভীর রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো.রুহুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাতলামি করা অবস্থায় ওই ছয় জুয়াড়িকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সামশুল আরেফিন সিকদার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক শিবির নেতা সৈয়দ নজরুল ইসলামের মামাতো ভাই। আটককৃত বাকি পাঁচজনও তাঁর ঘনিষ্টজন। তাঁদের নেতৃত্বে প্রতি রাতেই জাউচপাড়ার সিরাজ সওদাগরের দোকানে জোয়ার আসর বসে। সেখানে মাদক সেবন থেকে আরম্ভ করে অনেক অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পাঠকের মতামত

বিশ্ববিদ্যালয়ে পডুয়া শিক্ষার্থীদের চোখে আগামীর জন্মভূমিরোহিঙ্গা-মাদক নয়, উন্নয়নেই তরুণদের নতুন প্রতিজ্ঞা

রহমত উল্লাহ:: সমুদ্র, পাহাড় আর নদীঘেরা উখিয়া-টেকনাফ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তের মনোরম অঞ্চল। কিন্তু এই সীমান্ত ...

কক্সবাজারে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ.এন.এম. ...

উখিয়া থানার আলোচিত ইয়াবাকান্ডে ‘শাস্তির মুখে’ জড়িতরা,তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের অভিযানে অর্থের বিনিময়ে মাদক কারবারিকে ছেড়ে দিয়ে নিরীহ কর্মচারিকে ফাঁসিয়ে দেওয়া ...