প্রকাশিত: ১৯/০৩/২০১৮ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ::

কক্সবাজারের রামুর গর্জনিয়ার জাউচপাড়া গ্রামের সিরাজ সওদাগরের দোকান থেকে আটককৃত ছয় মদ্যপায়ি জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ডাক্তারি পরীক্ষায় মদ্যপানের প্রমান পাওয়ায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায়- বাদি হয়ে মামলা রুজু করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ছৈয়দ ছানাউল্লাহ।

গত শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃত যুবলীগ নেতা সাকের আহমদ, শামশুল আরেফিন সিকদার, সাহাব উদ্দিন, খুশি আলম, মোহাম্মদ ইউছুফ ও আবদুল কাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গভীর রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোলাম মো.রুহুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাতলামি করা অবস্থায় ওই ছয় জুয়াড়িকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সামশুল আরেফিন সিকদার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক শিবির নেতা সৈয়দ নজরুল ইসলামের মামাতো ভাই। আটককৃত বাকি পাঁচজনও তাঁর ঘনিষ্টজন। তাঁদের নেতৃত্বে প্রতি রাতেই জাউচপাড়ার সিরাজ সওদাগরের দোকানে জোয়ার আসর বসে। সেখানে মাদক সেবন থেকে আরম্ভ করে অনেক অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পাঠকের মতামত

অভিযান চলছে, দালাল অধরা—টেকনাফের উপকূলে থামছে না মানবপাচার

প্রশাসনিক কড়াকড়ির মাঝেও টেকনাফ সীমান্তের কচ্ছপিয়া উপকুল দিয়ে মানবপাচার অব্যাহত রেখেছে পাচারকারী চক্রে। মানবপাচারকারীদের জিম্মিদশা ...

উখিয়ার পালং ইনস্টিটিউটে অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা অনিশ্চিত

কক্সবাজারের উখিয়ায় পালং ইনস্টিটিউট অফ মেডিক্যাল টেকনোলজি এন্ড ম্যাটস নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদন না নিয়ে ...