প্রকাশিত: ০৮/০৯/২০১৬ ৭:৪১ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার::

জেলে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় রামু উপজেলায় নিবন্ধিত জেলেদের মধ্যে পরিচয় পত্র প্রদান শুরু হয়েছে। রামু উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান পরিচয় পত্র প্রদান কার্যক্রমের প্রথমদিনে বুধবার ৩০৭ জন নিবন্ধিত জেলের হাতে পরিচয় পত্র তুলে দেন কর্মকর্তা ও অতিথিরা। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠিত পরিচয় পত্র প্রদান কার্য্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত ভাষনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসাইন ও ফরিদা ইয়াছমিন। গতকাল প্রথমদিনে রামু উপজেলার ৩০৭ জন নিবন্ধিত জেলেকে পরিচয় পত্র প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্য্যালয়ের ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট  হোসাইন মাহমুদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় ২.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী এবং হোস্ট কমিউনিটির নারী ও যুবকদের ক্ষমতায়নের মাধ্যমে স্থিতিশীল ...

সেন্ট মার্টিন ভ্রমণ: বারবিকিউ পার্টি বন্ধ, রাতে সৈকতে ছিল না হইচই

কঠোর বিধিনিষেধ মেনে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করছেন পর্যটকেরা। পলিথিনের ব্যবহার, প্রবালসহ সামুদ্রিক প্রাণী সংগ্রহ, ...