প্রকাশিত: ০৩/১১/২০১৬ ১০:১৮ পিএম

attoখালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামুতে পারিবারিক কলহের কারণে জাহেদুল ইসলাম (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক জাহেদুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়ার মৃত মাষ্টার মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে। বৃহষ্পতিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে জাহেদুল ইসলাম আত্মহত্যা করে পারিবারিক সূত্রে জানা যায়। খবর পেয়ে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ ও রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, তিন ভাইয়ের মধ্যে ছোট জাহেদুল ইসলাম নিজ বাড়ির কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জানাজানি হওয়ার পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে দায়িত্বরত চিকিৎক তাঁকে মৃত ঘোষনা করেন। পারিবারিক কলহের জের ধরে আতœহত্যা করেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, জাহেদুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলো বলে পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন।

রামু থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র শর্মা জানান, পারিবারিক কলহের ঝের ধরে জাহেদুল ইসলাম নিজ কক্ষে গলায় ফাঁস লাগায়। গলায় ব্যথা অনুভব করার চিৎকার দিলে পারিবারের সদস্যরা ছূঁটে এসে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জাহেদুল ইসলাম মারা যায়।

পাঠকের মতামত

কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনেরপ্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে। ...

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা একবছরের ব্যবধানে অর্ধেকের নিচে

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ১৩ লাখের বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ ...