খালেদ হোসেন টাপু, রামু:
কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ায় রিয়াজ উল আলম ও শিক্ষা কর্মকর্তা মোঃ ছালামত উল্লাহ কে অভিনন্দন জ্ঞাপন করা হয়। দুই পর্বের সভায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নিকারুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি আবুল কালাম আজাদ, ৫০ বিজিবির সুবেদার ইদ্রিস আলী, ৩৪ বিজিবির সুবেদার সাদেক, জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুছ ভুট্টো, রশিদনগর ইউপি চেয়ারম্যান এম.ডি শাহ আলম, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দীকি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রূপেন চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবাইর হোসেন, পঃ পঃ পরিদর্শক সাজেদুল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব, রেঞ্জ কর্মকর্তা এ.কে এম আতা এলাহী, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা শিক্ষা অফিসার ছালামত উল্লাহ, উপজেলা প্রকৌশলী পিডিবি অশোক কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, রামু রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোঃ রফিক, রাবার বাগানের ম্যানেজার মোঃ ওয়াহিদুল ইসলাম রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের প্রতিনিধি সাংবাদিক খালেদ হোসেন টাপু, বণিক সমিতির সদস্য আজিজুল হক, মহিলা সদস্য আফসানা জেসমিন পপি, আনার কলি, আনোয়ারা বেগম, জুনু পাল, ওলামালীগের সভাপতি মৌলানা নুরুল আজিম, বাঘখাঁলী বিট অফিসার সমীর রঞ্জন সাহা, রামু ইসলামী ফাউন্ডেশনের সুপার সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, রামু উপজেলাস্থ চৌমুহনীর মেইন বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়কের টমটম, সিএনজি অটোরিক্সার অতিরিক্ত যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্তকরণ, পিডিবি ও পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় ও লোডশেডিং, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখাসহ জঙ্গিবাদ প্রতিরোধ, রোহিঙ্গাদের উৎপাত বন্ধ করা, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, চুরি-ডাকাতি দমন ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।
সভায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, এ স্বীকৃতি আমার নয় রামুবাসীর। তিনি সকল জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহবান জানান।
ছবিঃ রামুতে আইন শৃংখলা ও সমন্বয় সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। পাশে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.নিকারুজ্জামান।